আজ ২৯ মে ২০২৩, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এর অন্যতম ফোরাম স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সোশ্যাল সাইন্স স্টাডি ফোরাম এর পক্ষ থেকে ৪৪ তম পাবলিক স্পিকিং এর আয়োজন করা হয়। উক্ত পাবলিক স্পিকিং এর বিষয় ছিলো সোশ্যাল ইকোনমিক ইমপ্রেস অফ এগেইন পপুলেশন ইন বাংলাদেশ (Socio economic impact of aging population in Bangladesh) . এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব অধ্যাপক ডা.আব্দুর সাত্তার। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন জনাব প্রফেসর ড. কাজী আবদুল মান্নান। এছাড়া ও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ। প্রধান আলোচক তাঁর
বক্তব্যে উল্লেখ করেন যে বাংলাদেশে মোট জনসংখ্যায় বয়ষ্ক নাগরিকদের proportion of ages population (যাদের বয়স ৬০ বছরের অধিক) অনুপাত ক্রমেই বেড়ে চলেছে। পক্ষান্তরে যুবক বয়সী জনসংখ্যার অনুপাত হ্রাস পাচ্ছে। এমতাবস্থায়, সমাজে এই সিনিয়র সিটিজেনদের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায় বা সমাজ ও পরিবারে তাঁদের অভিজ্ঞতা কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে একাডেমিক আলোচনা করেন। পাশাপাশি তাঁদের প্রতি আমাদের আচরন কেমন হওয়া উচিত সে বিষয়ে বিশেষ দৃষ্টিপাত করেন।
উক্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে বিভাগের সহকারী অধ্যাপক ও ফোরামের ডেপুটি মোডারেটর জনাব ড. ওমর ফারুক বলেন, সমাজে এক্স প্রজন্ম, ওয়াই প্রজন্ম ও জেড প্রজন্মের মধ্যকার দ্বন্দ্ব ও মানুষিক দুরত্ব বিদ্যমান। আর এই মানুষিক দুরত্ব ও চিন্তার ভিন্নতা সহনশীল করতে দরকার বিভিন্ন প্রজন্ম এর মানুষদের একই টেবিলে এনে অধিকতর আলোচনার মাধ্যমে মানুষিক দুরত্ব কমিয়ে পারস্পরিক সহযোগিতার ও সহমর্মিতা বৃদ্ধি করা জরুরী।
এছাড়াও ফোরামের নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষকমন্ডলী।