ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় বিগত ভর্তি পরীক্ষার দিনগুলোর মত নানান কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসব কার্যক্রমের মধ্যে ছিল, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, মোবাইল টয়লেটের সুব্যবস্থা, মেডিসিন বুথের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা ও অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনির ব্যবস্থা প্রভৃতি। এছাড়াও প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য প্রায় ১৮টি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সংগঠনটি। সেখানে শিক্ষার্থীরা নিজেদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী, যেগুলো পরীক্ষার হলে নেওয়া যায় না, সেগুলো সংরক্ষণ করেছেন। এছাড়া পরীক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ‘ফ্রি জয় বাংলা বাইক সার্ভিস’ও চালু রেখেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা ক্যাম্পাসে এমন পরিবেশ তৈরি করতে চাই, যেন অভিভাবকরা নিশ্চিন্তে তাদের সন্তানদের এ ক্যাম্পাসে পড়তে পাঠাতে পারেন। এ লক্ষ্য থেকেই আমরা এসব কার্যক্রম চালিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকরাও স্বাচ্ছন্দ্যে আমাদের এসব সেবা গ্রহণ করেছেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, নিরাপদ পরিবেশ বজায় রেখে তাদের স্বপ্ন পূরণের সারথী হতে মুখিয়ে আছে ছাত্রলীগ।