রবিবার , ২৩ এপ্রিল ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

৫৬ বছর বয়সে ফুটবল খেলে যে রেকর্ড গড়লেন তিনি

প্রতিবেদক
Arfan Islam Ridoy
এপ্রিল ২৩, ২০২৩ ৭:০৬ অপরাহ্ন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব অলিভিয়েরেন্সেতে যোগ দিয়েছিলেন পানের কাজুইউশি মিউরা। তখনই তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। কারণ তখন যে তার বয়সটা ৫৫ পেরিয়ে গেছে।

এবার সেই কাজু গড়েছেন নতুন রেকর্ড। ৫৬ বছর বয়সে অলিভিয়েরেন্সের হয়ে অভিষেকও হয়েঝে কাজুর। পর্তুগিজ লিগের দাবি, কাজুই হচ্ছেন পর্তুগিজ ফুটবলে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার।

একাডেমিকো ডি ভিসেয়ুর বিপক্ষে অলিভিয়েরেন্সের জয় ৪-১ গোলে। ৯০ মিনিটের মাথায় কাজুকে মাঠে নামানো হয়েছিল। তখন তার বয়স ছিল ৫৬ বছর ১ মাস ২৪ দিন।

ক্যারিয়ারে ৩৮তম মৌসুমটি পার করছেন কাজু।

১৯৮২ সালে বয়সভিত্তিক ফুটবল এবং ১৯৮৬ সালে মূল দলের হয়ে মাঠে নামেন কাজু। ক্যারিয়ারের প্রথম ক্লাব ছিল সান্তোস। ৩৮ বছরে ১৫টি ক্লাবে খেলেছেন এই জাপানি ফুটবলার।

ফরোয়ার্ড কাজু ৬০ বছর বয়স খেলা চালিয়ে যেতে আগ্রহী। জাপান জাতীয় দলের হয়ে কাজু ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছেন। ৮৯ আন্তর্জাতিক ম্যাচ ৫৫ গোল করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস