বাংলা নববর্ষ উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই বর্ষবরণ উৎসবের উদ্বোধন করা হয়। পরে শান্তির বার্তা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বাঙালি সংস্কৃতি অসাম্প্রদায়িক। এই সংস্কৃতির মধ্যে একটি বিশ্বজনীনতা আছে। কেননা এখানে সবার অবদান বিদ্যমান। যার অন্যতম সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। এই উৎসব বাঙালিপনার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। অতীতের জরা কাটিয়ে নতুন প্রেরণায় উজ্জীবিত হওয়ার দিন পহেলা বৈশাখ। কিন্তু ইদানিং এটা নিয়ে কিছু করতে গেলে আমাদের ধর্মীয় চিন্তা-ভাবনা চলে আসে যা অত্যন্ত দুঃখজনক। এটা ভালো কিছুর বার্তা দেয় না। তাই জাতি-বর্ণ ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করার শপথই হোক নতুন বছরের প্রত্যয়।
উৎসবের উদ্বোধন শেষে চারুকলা প্রাঙ্গণ থেকে শান্তির বার্তা নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার মূল আকর্ষণে ছিল হাত পাখা, পঙ্খিরাজ ঘোড়া, কচ্ছপ, টেপা পুতুল, নারী ও পুরুষেরসহ নানা ধরণের মুখোস ও ছোট-বড় পুতুল। যার প্রত্যেকটি বিশেষ অর্থে তাৎপর্যপূর্ণ। কেননা বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা হিসেব হাত পাখা, দেশে অর্থনীতি চাকা গতিশীলতার প্রতীক হিসেবে পঙ্খিরাজ ঘোড়া, বাঙালি জাতি তাদের কৃষ্টি-কালচারকে ধারণ করে নিষ্ঠার সঙ্গে ধীরস্থিরভাবে এগিয়ে যাচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। এছাড়া বাঙালি লোক-সংস্কৃতির ধারক-বাহক হিসেবে নারী ও পুরুষের মুখোশসহ বিভিন্ন টেপা পুতুলের চিত্র শোভাযাত্রায় প্রদর্শিত হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বাঙালির চেতনালগ্ন থেকেই অসাম্প্রদায়িক। বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনার অন্যতম একটি অংশ। ধর্ম-বর্ণ ভেদাভেদের উর্ধ্বে এসে আবহমানকাল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। যার অন্যতম আকর্ষণ মঙ্গলবার শোভাযাত্রা। অতীতের গ্লানি ও জরা কাটিয়ে শান্তির নব বার্তা দেয় বাঙালির এই শোভাযাত্রা। তাই অসাম্প্রদায়িক চেতনা লালন করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয়ই হোক এই উৎসবের উদ্দেশ্য।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদস উপস্থিত ছিলেন।