রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র-উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এই পদে যোগদান করেন তিনি। তিনি ছাত্র-উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হলেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে নতুন এই ছাত্র উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দায়িত্বে নিযুক্ত করেছে, সেটা শেষ পর্যন্ত যথাযথ পালনের চেষ্টা করব। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। রাবির এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।