আব্দুল্লাহ আল নিয়াত
দেশের তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই সঙ্গে আরো পাঁচ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ মার্চ ইউজিসির পরিচালক ওমর ফারুক স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ধারাবাহিকতা বজায় রাখতে আজ ৩ এপ্রিল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পার্মানেন্ট ক্যাম্পাস পরিদর্শন করেতে আসেন (ইউজিসি) কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়েয় চেয়ারম্যান, ট্রাস্টিজ বোর্ড মেম্বার, উপাচার্য, উপ-উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক, ট্রেজারার, রেজিস্ট্রার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এসময় (ইউজিসি) কর্তৃপক্ষের সাথে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফলপ্রসূ আলোচনা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ বলেন, অতি দ্রুত আমরা পার্মানেন্ট ক্যাম্পাসের কাজ শেষ করে ক্লাস শুরু করব।
তিনি আরও বলেন,(ইউজিসি) সাথে আলোচনা হয়েছে এবং আশানুরূপ উওর পেয়েছি।