নিউইয়র্কের সুপ্রিম কোর্টের বিচারক হুয়ান মার্চানের সামনে আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) হাজিরা দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বিচারক মার্চান এর আগে ট্রাম্প অর্গানাইজেশনের বেতন জালিয়াতির বিচারের সভাপতিত্ব করেছিলেন। সেখানে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়। মার্চান নিউ ইয়র্ক রাজ্যের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বিচারক হিসেবে কাজ করছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। ম্যানহাটনের একটি আদালতের জুরি তাকে দোষী সাব্যস্ত করে।
তার বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তথ্য ফাঁস না করার জন্য অর্থ প্রদানের অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হলো।