মোঃ হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এর ক্যাফেটেরিয়ার নিচ তলায় অবস্থিত মেঘনা ব্যাংক লিমিটেড কালেকশন বুথের (ছাব্বির মাসের) ভাড়া বকেয়া পড়েছে দুই লাখ ছিয়ানব্বই হাজার চারশত টাকা।
যদিও ব্যাংকটির কার্যক্রম চলমান রয়েছে। ভাড়া পরিশোধ না করায় বিদ্যুৎ বিলসহ মোটা অঙ্কের টাকা ভর্তুকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হয়েছে।
এ প্রসঙ্গে গেল ১৯ মার্চ মেঘনা ব্যাংক লিমিটেড রংপুর শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার বরাবর একটি চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অবস্থিত মেঘনা ব্যাংক লিমিটেড কালেকশন বুথের ব্যবহৃত (১২২০ স্কয়ার ফিট) গত জানুয়ারি ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত মোট
ছাব্বিশ মাসের মাসিক ভাড়া বকেয়া রয়েছে। এতে বকেয়া টাকা পরিশোধ ও হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ক্যাফেটেরিয়া পরিচালক ওমর ফারুক বলেন, মেঘনা ব্যাংকের ভাড়া বকেয়া আছে কিনা তা আমি জানি না। আমি শুধু ক্যাফেটেরিয়া তদারকি করার জন্য দায়িত্ব প্রাপ্ত। এটা ব্যাংকের সাথে বিশ্ববিদ্যালয়ের চুক্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা ভালো বলতে পারবেন।
এ বিষয়ে মেঘনা ব্যাংক লিমিটেড রংপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার একরামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে লোকেশন চুক্তি ছিল তার জায়গা একটু কমিয়েছে। আমরা চিঠি দিয়েছি কতটুকু জায়গা কমানো হয়েছে তার অনুপাতে আমরা ভাড়া দিয়ে দিব। এর আগেও আমরা ভাড়া দিয়েছি।
জানা যায় যে, শিক্ষার্থীদের ভর্তি ও ফরম পূরণসহ বিভিন্ন ফি জমা দিতে এবং ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মেঘনা ব্যাংক বুথ স্থাপন করা হয়।।