সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ডিমলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ মার্চ 

প্রতিবেদক
Abdullah Al Niat
মার্চ ১৩, ২০২৩ ১:৫৫ অপরাহ্ন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ– নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার গত ১৪ ডিসেম্বর মৃত্যুবরন করায় চেয়ারম্যান পদে পদটি শুন্য হয়। মরহুম আবুল কাসেম সরকার আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুই-দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ছোট ভাই ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজ এর বাবা। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ডিমলা সদর ইউপি উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস প্রস্তুত। এবারে এই প্রথম ইউপি নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা) প্রতীক, মোঃ মজিব উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক এবং মোঃ আমিনুর রহমান (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন। প্রার্থীরা জয়ের আশায় দিনরাত পাড়া, মহল্লা, চায়ের দোকানে এবং মাঠকর্মীদের নিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটারদের।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে কে জিতবে এ জন্য আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) অপেক্ষার প্রহর গুনতে হবে ভোটারদের। কে হবে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ডিমলা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬,৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৮,৩১০ জন, মহিলা ভোটারের সংখ্যা ১৮,০৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ০১ জন। এ বিষয়ে ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রির্টানিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার বলেন, উপ-নির্বাচনে ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে। ভোটারা যেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। নির্বাচন সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ হয় সে বিষয়ে নির্বাচন কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে বিশৃংখলা ও সহিংশতা হইতে বিরত থাকার আহবান জানান ভোটারদের।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত