রংপুরে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে ইমাম ও শিক্ষকগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকার বিভাগ রংপুরের উপপরিচালক মোছাঃ জিলুফা সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডা. রবি শম্কর মন্ডল, রংপুর জেলার ইপিআই সুপারিন্টেনডেন্ট আব্দুল মোত্তালিব।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার,কেয়ারটেকারগণ এবং ৫০ জন শিক্ষক শিক্ষিকাসহ ইমাম খতিববৃন্দ অংশ গ্রহণ করেন।