মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীদের তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট নেতৃত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউএন উইমেন বাংলাদেশ আয়োজিত ৬৭তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের অধিবেশন উপলক্ষে কনসালটেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, উন্নয়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন আইন, পলিসি ও স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। নারীদের নিরাপদ ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রিরিপ্রেজেন্টিভ গীতাঞ্জলী সিং। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ।