রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

আবারও হোঁচট খেলো আর্সেনাল

প্রতিবেদক
Arfan Islam Ridoy
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ যতটা সহজে জয় করে ফেলবে ভেবেছিলো আর্সেনাল, ব্যাপারটা তত সহজ হচ্ছে না। আগের ম্যাচে এভার্টনের কাছে হারের পর এবার হোঁচট খেয়েছে ব্রেন্টফোর্ডের কাছে। শনিবার নিজেদের মাঠেই খেলতে নেমে ১-১ গোলে ড্র মেনে মূল্যবান ২টি পয়েন্ট হারিয়েছে তারা। ২ ম্যাচে ৫টি পয়েন্ট হারালো গানাররা।

এই ব্রেন্টফোর্ডকে এবার জায়ন্ট কিলারই বলা হচ্ছে। পয়েন্ট টেবিলে অবস্থান ৮ নম্বরে হলেও বড় বড় দলগুলোকে হারানো কিংবা ড্র করে পয়েন্ট কেড়ে নিতে দেখা যাচ্ছে তাদেরকে। মৌসুমের প্রথম ম্যাচেই ম্যানইউর মত দলকে ৪-০ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলো তারা।

এরপর চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে, ম্যানসিটিকে হারিয়েছে। ড্র করেছে টটেনহ্যামের সঙ্গে। লিভারপুলকে হারিয়েছে। এবার ড্র করলো আর্সেনালের সঙ্গে।

আর্সেনালে নতুন আসা লিয়ান্দ্রো ত্রোসার্দ প্রথমে এগিয়ে দিয়েছিলেন গানারদের। প্রথমার্ধে তো কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধের প্রায় ১৫ মিনিট পার হওয়ার পর, ম্যাচের ৬২তম মিনিটে বুকায়ো সাকার দারুণ এক ক্রসে গোল করেন ত্রোসার্দ।

কিন্তু এই লিড বেশিক্ষণ থাকেনি। গোল হজম করে গানারদের দারুণ চাপে রাখে ব্রেন্টফোর্ড। যার ফলে ইভান টোনির গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হলো আর্সেনালকে।

এই ড্র’য়ের ফলে ম্যানসিটির সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধানটা ধরে রাখতে পারলো না। ব্যবধান ৬ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। আর্সেনালের পয়েন্ট ২১ ম্যাচে ৫১ এবং ম্যানসিটির পয়েন্ট ২১ ম্যাচে ৪৫। ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট ব্রেন্টফোর্ডের।

সর্বশেষ - ক্যাম্পাস