শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

তুরস্কের পাশে ত্রাণ সহায়তা নিয়ে সংযোগ কানেক্টিং পিপল

প্রতিবেদক
Mohammad Jouhan
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ন

 

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৩ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠনের পাশাপাশি বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন তুরস্কের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

গত বুধবার (৮ পেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে অবস্থিত টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সিতে (টিকা) ত্রান সামগ্রী হস্তান্তর করে সংগঠনটি। ত্রাণ হিসেবে দেয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার, কম্বল, গুড়াদুধ, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, তাঁবু, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্বকরণ ট্যাবলেটসহ আরও নানা সামগ্রী।

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে দেশটির পাশে দাঁড়ানোর বিষয়ে সংযোগ কানেক্টিং পিপলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ইন্টেলের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আমিন বলেন, তুরস্কের দুতাবাসের ওয়েবসাইটে দেয়া চাহিদা তালিকাকে বিবেচনায় রেখেই আমরা ত্রাণ সামগ্রী নির্বাচন করেছি। তুরষ্কের পাশে দাঁড়াবার আমাদের এ প্রচেষ্টায় বাংলাদেশের সাধারণ মানুষসহ বেক্সিমকো, উর্মিগ্রুপ ও আরলা ফুডস তাদের বিভিন্ন সামগ্রী ত্রাণ সহায়তা হিসেবে সংযোগের হাতে তুলে দিয়েছেন।

ত্রাণ সামগ্রী গুলোর মধ্যে রয়েছে- ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ১৮ হাজার ৭৫০টি সার্জিকাল মাক্স, ১ হাজার ৬০০ সার্জিক্যাল পিপিই, সেনেটারি ন্যাপকিন ২ হাজার প্যাকেট, ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ কার্টুন গুড়া দুধ, ৫০০টি কম্বল, ১০টি তাঁবুসহ আরও নানা সামগ্রী।

তুরস্কের জন্য এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল। তিনি বলেন, আমাদের আহ্বানে অনেকেই এ সহায়তা কার্যক্রমে সাড়া দিয়েছেন। আমরা এ সহায়তা কার্যক্রম অব্যহত রাখতে চাই। পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও তুরস্কের এ ভয়াবহ দুঃসমেয় যে যার মতো করে পাশে দাঁড়াবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

সর্বশেষ - ক্যাম্পাস