শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন-২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আইন বিভাগ ও জগন্নাথ হলের শিক্ষার্থী রাহুল রায়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।