সম্মেলনের ৪৯ দিন পর রংপুরের পীরগাছা উপজেলা ও কলেজ ছাত্রলীগ আংশিক কমিটির অনুমোদন দেওয়ায় বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত কমিটি। সোমবার বিকেলে পীরগাছা ইউনিয়ন বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল ও শফিকুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বিদ্যুৎ, সদস্য আতিকুর রহমান লিংকন, বাদল মিয়া, দিপু হাসান, সদর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুবীর কুমার চক্রবর্ত্তী, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তারেক পাভেল, নাহিদ হাসান লিটন, সদস্য সুলতান মাহমুদ ডায়েল, সাবেক ছাত্রলীগের সভাপতি রুয়েল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হোসেন সহ ৯ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মী।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল তাদের স্বাক্ষরিত উপজেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটির তালিকা প্রকাশ করেন। একই সাথে পীরগাছা সরকারি কলেজ শাখার একটি আংশিক কমিটির অনুমোদনও দেন তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন-আল নাহিয়ান অভি, সহসভাপতি মেহেদী হাসান শুভ, জাহিদ হাসান, নয়ন খান রানা ও রায়হান সরকার, সাধারণ সম্পাদক হলেন-কামরুল হাসান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম নুর, শেখ আহসান হাবীব নাসিম, রেজোয়ান বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক জামিল ইসলাম জিহাদ, আহমদ শাহরুখ খান ও ইফতেখার মোর্শেদ খান তন্ময়।
পীরগাছা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হলেন-সাজ্জাদ হোসেন শাকিল, সহসভাপতি সুমন দত্ত, নাইমুর রহমান নাঈম ও রাসেল মিয়া, সাধারণ সম্পাদক হলেন-শাহ প্রতীক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ প্লাবন, রাকিবুল হাসান রাকিব, সাগর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, মেহেদী হাসান শান্ত ও আরিফুল ইসলাম তুহিন।
এর আগে গত ১৭ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ কমিটি গঠনের লক্ষ্যে দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে পীরগাছা মহিলা কলেজে নেওয়া হয় ছাত্রলীগের পদপ্রত্যাশীদের এমসিকিউ পরীক্ষা। এতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি থেকে প্রশ্ন করা হয়। ৩০মিনিটে ৫০নম্বরের পরীক্ষা নেন জেলা ও উপজেলা শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।