শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

দুই মাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ন
দুই মাসে শীতজনিত রোগে ৯৫ জনের মৃত্যু

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৫৭৫ জন আক্রান্ত হয়েছেন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৬ হাজার ৮২১ জন। একই সময়ে এ রোগে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪২৭ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস