স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা, দোয়া ও দূরারোগ্য রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় এ দোয়া মাহফিল ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা। আলোচনা সভা শেষে ৩ জন দূরারোগ্য রোগীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আ’লীগ নেতা
নুরুজ্জামান জুয়েল, লোটাস পাইকার, শ্রী প্রতুল চন্দ্র রায়, আতিয়ার মিয়া, আব্দুল কাদের প্রমুখ।