সবাইকে নিজের জন্মভূমির প্রতি আন্তরিক হবার আহবান জানিয়ে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম বলেছেন, নিজেদের জায়গা থেকে আন্তরিক হলে এলাকার উন্নয়নসহ দুঃখি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। এতে মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি পায়। সবাই চলে যাবে কিন্তু সমাজে থেকে যাবে সহানুভূতির চিহৃগুলো।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর উপজেলার বালারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে ‘আমাদের বালারহাট, আমাদের অহংকার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গ্রামের অসহায় ও দুস্থ দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।