টানা তিন মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়ে ‘হ্যাট্রিক’ করলেন ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর)সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দশমবারের মতো শেখ হাসিনার সঙ্গে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হয়েছেন।
১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের ৭৩ বছরের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়ে ইতিহাসে নাম লিখলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের গত দুই জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার আগে এই পদে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার আগে এ পদে দায়িত্ব পালন করেন আব্দুল জলিল। তাদের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান।