“আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২২ এ মাদারগঞ্জ উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ পালিত হয়েছে। উপজেলা পরিষদ খরকা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল। সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল সহ আরও বক্তব্য প্রদান করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ। এই দিবসটি উৎযাপনে স্বতস্কূর্তভাবে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস এবং গার্লস গাইড।