শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপের আগেই ফ্রান্স শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপের আগেই ফ্রান্স শিবিরে দুঃসংবাদ

কাতার বিশ্বকাপে যাওয়ার আগেই দুঃসংবাদ পেল ফ্রান্স। দলের ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন। নতুন করে ডাক পেয়েছেন মোনাকো ডিফেন্ডার আক্সেল দিসাসি ও বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরাম।

সোমবার দলে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে ফরাসি ফুটবল ফেডারেশন।

‘ডি’ গ্রুপে ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে ডেনমার্ক ও তিউনিসিয়াকেও পাচ্ছে দলটি।

একনজরে ফ্রান্স দল:

গোলরক্ষক: উগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফুঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)

ডিফেন্ডার: লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনঁদেজ (এসি মিলান), আক্সেল দিসাসি (মোনাকো), জুল কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, দায়দ উপেমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গেনদুজি (অলিম্পিক মার্সেই), আদ্রিওঁ রাবিও (জুভেন্টাস), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ), মার্কাস থুরাম (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন