শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকখেরসনে মার্কিন ও ব্রিটেনের গণমাধ্যম নিষিদ্ধ করল ইউক্রেন

খেরসনে মার্কিন ও ব্রিটেনের গণমাধ্যম নিষিদ্ধ করল ইউক্রেন

সম্প্রতি গণভোটের মাধ্যমে দখলকৃত ইউক্রেনের খেরসন শহর থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এরপর শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী।

তারপরই সেখানে মার্কিন ও ব্রিটেনের কিছু সংবাদমাধ্যম নিষিদ্ধ করল ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্যে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন ও ব্রিটেনের স্কাই নিউজ রয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে এসব গণমাধ্যম ইউক্রেনের পক্ষে নগ্নভাবে রিপোর্ট করতে থাকে। তারপরও ইউক্রেনের সামরিক বাহিনী এসব গণমাধ্যমকে নিষিদ্ধ করল।

জানা গেছে, ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুমতি ছাড়া খেরসন শহরে প্রবেশ করার জন্য মার্কিন ও ব্রিটেনের গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়।

নিষিদ্ধ সাংবাদিকদের নাম বলা না হলেও ইউক্রেনের প্রাভদা পত্রিকা জানিয়েছে, অন্তত ছয়জন সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে রবিবার জানিয়েছেন, সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মী শহরে স্থিতশীলতা প্রতিষ্ঠার আগেই সেখানে তাদের কর্মকাণ্ড শুরু করে।

জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে সাংবাদিকদের বিদ্যমান নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে খেরসন শহরে তৎপর হতে দেখা গেছে। তিনি বলেন, যেসব সাংবাদিক সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে শহরে তৎপরতা চালিয়েছে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং সেগুলো আর কোনওভাবেই এখন বৈধ নয়।

সূত্র: আরটি, ইউক্রেনস্কা প্রাভদা, রেডিও ফ্রি ইউরোপ, ইয়াহু নিউজ, আল মায়াদিন

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন