শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeঢাকাপরীক্ষার ৬ ঘণ্টা আগে শিক্ষার্থীর মৃত্যু

পরীক্ষার ৬ ঘণ্টা আগে শিক্ষার্থীর মৃত্যু

এইচএসসির সমমান পরীক্ষায় বসার ৬ ঘণ্টা আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন আলিম পরীক্ষার্থী। তার নাম মো. মেহেদী হাসান।

আজ রবিবার ভোর ৫টার দিকে অসুস্থ অবস্থায় গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মেহেদী হাসান যশোর জেলার কোতোয়ালী থানার নাটুয়াপাড়া গ্রামের মো. সালাম মন্ডলের ছেলে।

মো. মেহেদী হাসান টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান।

তিনি বলেন, আমাদের একজন পরীক্ষার্থী মাদ্রাসার পাশে নিজস্ব ব্যবস্থাপনায় থেকে পড়াশোনা করত। রাতে সেখানেই অসুস্থ হয়ে পড়ে।

পরে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মরদেহ স্বজনদের দায়িত্বে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

মেহেদীর মৃত্যুতে মাদ্রাসাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরীক্ষার আগ মুহূর্তে এমন খবরে হতবিহ্বল হয়ে পড়েন তার সহপাঠীরা।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন