বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পরই আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। মুড়ি-মুড়কির মতো গোল করা অভ্যাসে পরিণত করেছেন। একের পর এক রেকর্ড গড়ছেন অনায়াসে নরওয়েজীয় এই ফুটবল তারকা। এমন ফর্মের কারণে বিপক্ষ দলগুলোর রীতিমতো আতঙ্কে রূপান্তরিত হয়েছেন হালান্ড। এ জন্যই বোধ হয় তাঁকে প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ করতে অনলাইনে পিটিশন দায়ের করা হয়েছে।
অনলাইনে পিটিশন মূলত মজা করেই করা হয়েছে। ২ অক্টোবর ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের হ্যাটট্রিকের পর ম্যানচেস্টার ইউনাইটেডের এক ভক্ত পিটিশন দায়ের করেছেন। হালান্ডকে অ্যাসোসিয়েশন ফুটবল থেকে নিষিদ্ধের দাবিতে পিটিশন দায়ের করা হয়েছে ‘টেন হাগস রেডস’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে এই নরওয়েজীয় ফুটবলারকে ‘রোবট’ বলে দাবি করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, ‘এটা হতে পারে না। আমরা এখানে পরিবর্তন করতে পারি। মানুষের জেগে ওঠার সময় হয়েছে। এই রোবটকে আমাদের দেশে থাকতে দেওয়া উচিত না।’
গত বুধবার থেকে এই পিটিশনে স্বাক্ষর শুরু হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখের ওপরে স্বাক্ষর হয়ে গেছে।
সিটির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে করেছেন ১৯ গোল। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ১৪ গোল। এই নরওয়েজীয় স্ট্রাইকারের ইপিএলে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করতে লেগেছে মাত্র ৮ ম্যাচ। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমেই করেছেন ৫ গোল।