শনিবার , ১ অক্টোবর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

অ্যাডাল্ট সাইটে ছবি দেওয়ায় মিয়ানমারের মডেলের কারাদণ্ড

প্রতিবেদক
Abdullah Al Niat
অক্টোবর ১, ২০২২ ৪:৩৩ অপরাহ্ন
অ্যাডাল্ট সাইটে ছবি দেওয়ায় মিয়ানমারের মডেলের কারাদণ্ড

মিয়ানমারে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। বিবিসির সুত্রমতে ‘অনলিফ্যানস’ নামে একটি অ্যাডাল্ট সাইটে ছবি প্রকাশ করায় তাকে এই সাজা দিয়েছেন আদালত।

বিবিসির প্রতিবেদন বলছে, সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাং মওয়ে সানকে দুই সপ্তাহ আগে ‘সংস্কৃতি এবং মর্যাদাহানি করার জন্য’ অভিযুক্ত করা হয়েছিল। তিনি এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভেও অংশ নিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থের বিনিময়ে সামাজিক মাধ্যমের সাইটে নিজের নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ করার দায়ে সানকে দোষী সাব্যস্ত করা হয়। মিয়ানমারের ইলেকট্রনিকস ট্রানজেকশন আইনের ৩৩ (এ) ধারার অধীনে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এ আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

অনলি ফ্যানস কনটেন্টের জন্য এই মডেলই প্রথম, যাকে মিয়ানমার কারাদণ্ড দিল বলে মনে করা হচ্ছে।

এর আগে প্রতিবাদে অংশগ্রহণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট কারার দায়ে অপর এক মডেলকে গত আগস্টে একই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মডেলের নাম থিনজার উইন্ট কিয়াও। তিনি অক্টোবরে বিচারের মুখোমুখি হবেন।

সর্বশেষ - ক্যাম্পাস