রংপুরের পীরগাছায় পারিবারিক কলহে জোবায়দা বেগম নামে প্রবাস ফেরত এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৪৮) আটক করেছে পীরগাছা থানা পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রায় ২৫ বছর আগে বিয়ে হয় জোবায়দা বেগমের। সংসারে তাদের চার মেয়ে সন্তান রয়েছে। অভাব দূর করতে পাঁচ বছর আগে জর্ডানে পাড়ি দেন জোবায়দা। মাস তিনেক আগে মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেশে ফিরে আসেন। বিয়ে শেষে আবারও মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জোবায়দা। কিন্তু জাহাঙ্গীর আলম তাকে আর বিদেশ যেতে দিতে ইচ্ছুক ছিলেন না।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর আলম জোবায়দা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।
পীরগাছা থানা পুলিশ সুত্রে স্ত্রী হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সকালে ওসি মাসুমুর রহমান জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।