নীলফামারী সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সৈয়দপুর বিমান বন্দরে অবতরণের পর সাড়ে ১২টায় শহরের অফিসার্স কলোনির ফাইভ স্টার মাঠে উপস্থিত হন।
একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাহাজান খানসহ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম।
এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে শীত বস্ত্র গ্রহণের জন্য শীতার্ত অসহায় দুঃস্থ মানুষরা উপস্থিত হতে থাকে। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান স্থলে জড়ো হন।
প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সৈয়দপুর ফাইভ স্টার মাঠে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন ও এ অঞ্চলের তিন হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন।
এরপর সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুর ২টায় সৈয়দপুর রেলওয়ে অফির্সাস কাবে রংপুর সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ (সওজ) কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন। পরে বিকেলে বিমানে ঢাকায় ফিরবেন।