শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
spot_img
Homeসারা বাংলাদিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় দিকে আসামি মেহেদী হাসানকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান সিজু ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জের দক্ষিণ দেবীপুর এলাকার শহীদুল ইসলাম আকাশের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামানের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ১৯ আগস্ট হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এসআই আরিফুর ইসলাম বলেন, হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে এই মামলায় গ্রেপ্তার হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন