শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
spot_img
Homeসারা বাংলাআশুলিয়ায় পুলিশ সঙ্গে সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় পুলিশ সঙ্গে সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারের আশুলিয়ায় গত ২৩ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত চম্পা খাতুন নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত চম্পা খাতুন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তিনি রংপুর জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সংঘর্ষে আহত হন ওই নারী শ্রমিক। এরপর তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুন আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জেনেছি।

এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর দুই দিন বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। অবরোধের দ্বিতীয় দিনে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে তারা আশুলিয়ার নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে সেখানে অবস্থিত বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক হওয়ায় চম্পা খাতুনসহ দুজন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চম্পা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন