চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে টানা বৃষ্টির ফলে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইন্যাকাটা এলাকায় পাহাড় ধসে পড়ে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। দুই দিন ধরে চলমান অতি বর্ষণের কারণে রেললাইনের ওপর এ ধস নামে যার ফলে সাময়িকভাবে রেল চলাচলে বিঘ্ন ঘটায়।
চকরিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, ধসে পড়া মাটি দ্রুত অপসারণের কাজ সম্পন্ন হয়েছে এবং রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পারবে।