শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাঅগ্নিসংযোগ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অগ্নিসংযোগ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

চলমান পরিস্থিতিতে বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, হামলা, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক।

আজ ৮ আগস্ট (শুক্রবার) বিকালে শাহবাগ মোড়ে রাস্তা ব্লক করে তারা এই প্রতিবাদ সমাবেশ করে।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন করে আজ পর্যন্ত যারা নির্যাতন বা হত্যার শিকার হয়েছে তাদের পরিবারসহ অনেকেই এর বিচারের দাবিতে মাঠে নেমেছে বলে জানা তারা।

শাহবাগ ব্লক ও রাস্তার চারদিকে তীব্র জানজটের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাস্টার্সের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙ্গা লুটপাট, ধর্ষণ, হত্যা নির্যাতন এর বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছি। আমাদের উপর এত হামলা হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর প্রধান কেনো ব্যবস্থা গ্রহণ করলো না?আমাদের উপর এতো নির্যাতন কেনো! রাতে ঠিকমত ঘুমাইতে পারি না। আমরাও কোটা আন্দোলন করেছি।তারপরেও আমাদেরকে শনাক্ত করে বাড়িঘর,মন্দির ভাঙচুর করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন