নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লঙ্কানদের হারানোর পর সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এ ম্যাচেও জয় চায় টাইগাররা।
শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে একাদশে শরিফুল থাকবেন কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ম্যাচের আগের দিন অনুশীলনে বাঁহাতি এই পেসারকে বোলিং করতে দেখা গেছে। বোলিংয়ে তাকে বেশ স্বাচ্ছন্দেই দেখা গেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।