শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeরাজধানীরাজধানীতে বস্তা বদলে সরকারি চাল বিক্রি

রাজধানীতে বস্তা বদলে সরকারি চাল বিক্রি

সরকারি চাল কালোবাজারী চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা। রোববার বাড্ডার মেরুল কাঁচাবাজার সংলগ্ন ইখতিয়ারের সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৯ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, খাদ্য অধিদপ্তরের লোগো সংযুক্ত বস্তা থেকে খুলে নুরজাহান ব্রান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় চাল ভরা হচ্ছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১২ জনকে আটক করা হয়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে বস্তা পরিবর্তন করে অন্য লোগো লাগিয়ে বাজারে বিক্রি করে আসছিল বলেও জানা গেছে।

গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কিছু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে ব্যক্তি মালিকানাধীন লোগোযুক্ত বস্তা ভর্তি করে কালোবাজারির মাধ্যমে বিক্রির প্রক্রিয়া করছে। পরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাগুলো খুলে সেখানে থাকা চাল নুরজাহান ব্রান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এ সময় ১৮ হাজার ৯৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। যার মধ্যে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ৩০ কেজি ওজনের বস্তা ৯৬টি, সরকারি বস্তা পরিবর্তনকৃত নুরজাহান ব্রান্ডের বস্তায় ৫০ কেজি ওজনের চালের বস্তা ৩০৬টি এবং অভিযানস্থলের ঘরের মেঝেতে খোলা অবস্থায় প্রায় ৮০০ কেজি চাল পাওয়া যায়। এ ঘটনার হোতা আমিনুল ইসলামের ম্যানেজারসহ মোট ১০ জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন