শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeরংপুরবেরোবি লোকপ্রশাসন বিভাগে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বেরোবি লোকপ্রশাসন বিভাগে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) কর্তৃক আয়োজিত অন্তঃবিভাগ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ৩ টায় মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, নিয়াজ মাখদুম ও বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া।

অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়ার পর ২৫ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন।কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেন মুন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১২তম ব্যাচের শিক্ষার্থী যুথী রানী।

উল্লেখ্য, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করলেও এই প্রথম কোন আয়োজনের মধ্যে দিয়ে তাদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন