রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাবঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে থাকা সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা লেগে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি উল্টে ৭ জন আহত হয়েছেন।

টানেলের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের পরিচয়- নিরাপত্তাকর্মী ও নৌ-বাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি।

 

তারা সবাই নগরীর পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ারা প্রান্ত থেকে টানেলমুখী একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে।’

 

টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে টানেলের চায়না রোড এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নৌবাহিনীর সদস্যসহ মাইক্রোবাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন