রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeরংপুরডিমলায় কৃষাণ-কৃষানীরা আমন ধান কাটতে ব্যস্ত

ডিমলায় কৃষাণ-কৃষানীরা আমন ধান কাটতে ব্যস্ত

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলায় বিস্তীর্ণ ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালী রঙে পাঁকা আমন ধান। অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলার কৃষকের মাঠ জুড়ে আমন ধান কাটার ধুম পড়ে যায়। গ্রামের কৃষাণ-কৃষানীরা ব্যস্ত সময় কাটান এ সময়ে। প্রাচীনকাল থেকেই অগ্রহায়ণ মাস শুরু হলেই কৃষকের নতুন বার্তা নিয়ে আগমন ঘটে। শ্রমিক সংকটের ফলে বর্তমানে যান্ত্রিকতার ছোয়ায় গ্রামের কৃষাণ-কৃষানীদের দল বেঁধে ধান কাটা দিনদিন হারিয়ে যাচ্ছে।

তবুও গ্রামের কৃষাণ-কৃষানীরা পুরো ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ ধরে। ১লা অগ্রহায়ণ( বুধবার) সকালে সরে জমিনে দেখা যায় উপজেলার দশটি ইউনিয়নের মত সুন্দর খাতা গ্রামের কৃষাণ-কৃষানীরা দল বেঁধে মনের আনন্দে কাস্তে দিয়ে ধান কাটছে, অনেকে আটি বেঁধে বাড়িতে নিয়ে মাড়াই কাজে ব্যস্ত। নতুন ধান ঘরে তোলার পর গ্রামেগঞ্জে শুরু হবে বিভিন্ন আয়োজন ও উৎসব।

বাঙ্গালীর বারো মাসেতে পর্বণ এ যেন সত্যি একে অপরের হৃদয়ের বন্ধনকে গাড় করা উৎসব। নতুন ধান কাটার পর নবান্ন উৎসবে গ্রামেগঞ্জে আয়োজন করা হয় গ্রামীন মেলার । সেই মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেনী পেশার মানুষের ঢল থাকে । তখন সকলের মাঝে থাকে এক অপূর্ব আনন্দ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন