শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeঢাকাসাগরে ইলিশ ধরতে বেরিয়ে পড়েছে জেলেরা

সাগরে ইলিশ ধরতে বেরিয়ে পড়েছে জেলেরা

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের মধ্যে আজ শুক্রবার সকালেও ঢাকার আশুলিয়ায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

শুক্রবার (৩রা নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

পরে শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার হলেও আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানা আজ খোলা ছিলো।

সকাল সাড়ে ৮টা নাগাদ নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপসহ ৪-৫টি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, “সকালের দিকে নরসিংহপুর এলাকায় সড়কের উভয় পাশ থেকে লোকজন নেমে কিছুটা ঝামেলা করলেও এখন পরিস্থিতি ভালো রয়েছে। তবে তারা (বিক্ষোভকারী) কারা সেটি জানা যায়নি।”

বেলা ১১টা নাগাদ আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে হামীম গ্রুপের কারখানার সামনে পুলিশের জলকামান রাখা আছে।

এছাড়াও শিল্প পুলিশের একটি সাঁজোয়া যান নিয়ে হামীম গ্রুপের কারখানা প্রাঙ্গণে অবস্থান করছেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

এসময় হামীম গ্রুপের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘প্রেস’ লেখা ভেস্ট পড়ে ঘুরে বেড়াতে দেখা যায়।

যদিও এসব ভেস্ট পড়া নিরাপত্তাকর্মীদের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

যোগাযোগাযোগ করলে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম মুঠোফোনে ‘পরিস্থিতি ভালো আছে’ বলে পরে কথা বলবেন জানান।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন