শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeরাজধানীপুলিশ পরিচয়ে কথা সাহিত্যিক শফিক রিয়ানের ফোন ছিনতাই

পুলিশ পরিচয়ে কথা সাহিত্যিক শফিক রিয়ানের ফোন ছিনতাই

সংবাদ পোস্ট ডেস্ক: নাটকীয় কায়দায় পুলিশের পরিচয় দিয়ে কবি ও কথা সাহিত্যক শফিক রিয়ানের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১লা নভেম্বর) রাত ৮টার দিকে আর্মি গল্ফ ক্লাবের বিপরীত পাশে এবং হোটেল র‍্যাডিসন ব্লু-এর কিছুটা পেছনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

শফিক বলেন, ১লা নভেম্বর, ২০২৩ তারিখে ৩০০ ফিট থেকে ফেরার পথে আর্মি গল্ফ ক্লাবের বিপরীত পাশে এবং হোটেল র‍্যাডিসন ব্লু-এর কিছুটা পেছনে এই দুর্ঘটনার কবলে পড়ি।

রাস্তাঘাটে গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। এমন সময় পেছন থেকে আসা একটা সিএনজির অনবরত হর্নে মোটরসাইকেলের গতি কমিয়ে খানিকটা বাম পাশ ঘেঁষে চলতে শুরু করি। এমন সময় আমার পেছনে আরেকটা কালো রঙের মোটরসাইকেল (জিক্সার) আসে। আমাকে থামার সংকেত দেয়। ওই মোটরসাইকেল আরোহীর গায়ে ছিল পুলিশি (ডিবি) বেশভূষা, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, হাইওয়ে টর্চ এবং অন্যান্য সরঞ্জাম।’

একসময় ‘আমাকে থামিয়ে তল্লাশি করতে চায়। পরিচয় জানতে চাওয়ায় নিজেকে ডিবি অফিসার পরিচয় দেন চক্রের সেই সদস্য। তার বেশভূষা এবং আচরণে খুব স্বাভাবিকভাবেই তাকে পুলিশ মনে করি এবং তার কথা শুনি। তিনি আমাকে জানান, একটা এফ-জেড মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ মাদক পাচারের সংবাদ আছে তাদের কাছে।

আমি তাদের চেকপোস্টের সিগন্যাল অমান্য করে চলে এসেছি। অথচ এমন কোনো চেকপোস্ট আমি পাইনি। তিনি আরো জানান, তার পেছনে পুলিশ ফোর্স আসছে এদিকেই। ’এরপর তিনি আমার এবং আমার পেছনে বসা ছোট ভাইয়ের ফোন চেক করতে চাইলে স্বাভাবিকভাবেই তাকে ফোনের কললিস্ট চেক করতে দিই’ জানিয়ে ভুক্তভোগী বলেন, ‘তখন অবধি আমার মনে হয়নি, রাজধানীর এমন একটা জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। ফোন চেক করার পর আমার ছোট ভাইয়ের ফোন ফেরত দিলেও আমার আইফোন ফেরত দেননি। জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে গাড়িটি তার দখলে নেওয়ার চেষ্টা করেন।’

তিনি বলেন, ‘মোটরসাইকেলের চাবি তিনি নিয়ে যান এবং আমাকে একটু সামনে গাড়ি থামাতে বলেন। আমিও সেই ছিনতাইকারীর মোটরসাইকেলের ১০-১২ হাত সামনে ঠেলে বাইক নিয়ে স্ট্যান্ড করি। এর খানিক সময়ের মধ্যে এই দুই গাড়ির মধ্যবর্তী ১০-১২ হাত ফাঁকা জায়গার মাঝখানে একটা সিএনজি এসে দাঁড়ায়। সাধারণত এমন জায়গায় যাত্রীরা ওঠানামা করে না। সেই সিএনজির উদ্দেশ্যই ছিল, দুই গাড়ির মাঝে একটা দেয়ালের মতো তৈরি করে আমাকে কোণঠাসা করে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘তখনই আমি আমার পকেটে থাকা অন্য ফোনটা বের করে উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডিবি আরিফুল ইসলাম মিঠুকে ফোন করি। তাকে বিস্তারিত জানানোর পর উনি জানান, এরা ছিনতাইচক্রের লোক। এমন কৌশলী উপায়েই তারা এই র‌্যাকেড চালায়। আমাকে ফোনে কথা বলতে দেখে তারাও সরব হয়ে যায়। সাথে সাথেই মোটরসাইকেল আরোহী প্রথম সেই সদস্য দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। তার পরপরই সিএনজিটাও সেই একই দিকে চলে যায়। সব শেষে ৯৯৯-এ কল দিই। ২০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। ক্যান্টনমেন্ট থানায় গিয়ে জানতে পারি এর আগেও এসব এলাকায় এমন ঘটনা ঘটেছে। তাই সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

ক্যান্টনমেন্ট থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছেন কথা সাহিত্যিক শফিক। অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই তৌহিদুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাটি খুবই দুঃখজনক। এবং অভিযোগের জিডি কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন