স্টাফ রিপোর্টার: ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। এক সময়ের লাঙ্গলের দুর্গখ্যাত এ আসনটিতে এবার নৌকার প্রার্থী হতে চান রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাফিউর রহমান রাফি।
সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন, সমাজে শান্তি শৃঙ্খলা ও প্রতিটি এলাকায় সম-উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে অনেক দিন থেকে এলাকায় কাজ করে যাচ্ছেন রাফিউর রহমান রাফি। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সাধারণ মানুষের কাছে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন।
আওয়ামী লীগ নেতা রাফিউর রহমান রাফি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতে হবে।
রাফি আরও বলেন , বিগত দিনের সকল ত্যাগ-তিতীক্ষা, শ্রম আর কাজের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় দল ও উন্নয়নে রূপান্তরিত বাংলাদেশের নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রংপুর-২, (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন চাইবো। জনগণের আকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দিতে চাই।