সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর এবং দুপুরের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। মৃতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার শারীরভিটা গ্রামের কিরণ খানের স্ত্রী ফারজানা আক্তার আঁখি (৩০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার মন্যারচর গ্রামের এলাছ শেখের ছেলে মোহাম্মদ বিশাল (২৮)। এদের মধ্যে বিশাল সুন্দরবন এক্সপ্রেসের মেসিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুপুরে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে থামলে সেখানে নামেন খাবার বগির মেসিয়ার বিশাল। পরে সময় হলে ট্রেনটি ছেড়ে দেয়। এসময় বিশাল চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে, জামতৈল রেলওয়ে স্টেশন পাওয়ার আগে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আঁখি নামে এক নারীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।