বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকগাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

সংবাদ পোস্ট ডেস্ক: ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত প্রায় ৬ হাজার বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানায়।

ইসরায়েলের বিমান বাহিনী বলেছে, গত শনিবার থেকে তারা গাজার ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এদিকে বিমান বাহিনীর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘যতদিন প্রয়োজন হবে আমরা নিরলসভাবে প্রবল হামলা চালিয়ে যাব।’

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত শনিবার থেকে গাজায় ইসরায়েলের মুহুর্মুহু বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪১৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৪৪৭ জন শিশু এবং ২৪৮ জন নারী। এ ছাড়াও, আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গাজার পুরো আশেপাশের এলাকা – ২.৩ মিলিয়ন লোকের বাসস্থান। যার মধ্যে অর্ধেক শিশু-অবিরাম বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে এবং ৩৩৮,০০০ ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অধিকৃত পশ্চিম তীরে মৃতের সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে এবং ৬০০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল বলছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস দক্ষিণ ইস্রায়েলে আক্রমণ করার পর থেকে এবং শনিবার কমপক্ষে ১০০ জনকে বন্দী করার পর থেকে কমপক্ষে ১,৩০০ জন নিহত হয়েছে।

ইসরায়েল গাজা সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানীর প্রবেশাধিকার বন্ধ করেছে, কারণ তার বাহিনী সম্ভাব্য স্থল হামলার জন্য প্রস্তুত।

সূত্র: আলজাজিরা

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন