বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ভোটের ফলাফলে হতাশ, রাতে বক্তব্য দেবেন না কমলা

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
নভেম্বর ৬, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার কাজ চলছে এবং প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান ক্রমেই উঠানামা করছে। এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় কমলা হ্যারিস সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, “আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।” এই ঘোষণার পর থেকেই ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড় পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল, আর এমন সময়েই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের সংবাদ প্রকাশ পায়। এর পরপরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা আসে।

বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, আর একটিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। একটি স্টেটের ফল এখনও প্রকাশ হয়নি।

এইবারের নির্বাচনে সুইং স্টেটগুলোতে মোট ৮৮টি ইলেকটোরাল ভোট রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৯টি ভোট পেনসিলভানিয়ায়। বাকি রাজ্যগুলোর মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৬টি, নেভাদায় ৬টি এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

জর্জিয়াতে এখন পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে, যেখানে ট্রাম্প ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। কমলা পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ। নর্থ ক্যারোলাইনায় ৮৬ শতাংশ ভোট গণনার পর ট্রাম্পের পক্ষে ৫০ দশমিক ৭ শতাংশ ভোট এবং কমলার পক্ষে ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট দেখা যাচ্ছে। অ্যারিজোনায় এই মুহূর্তে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। উইসকনসিনে ৬২ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে, ট্রাম্প ৫০ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন এবং কমলা পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেবলমাত্র একটি সুইং স্টেটে কমলা হ্যারিসের লিড রয়েছে, আর তা হলো মিশিগান। এখানে ৩২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে কমলা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট, ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৪ শতাংশ। নেভাদার ফলাফল এখনও প্রকাশিত হয়নি, যার দিকে সবার নজর রয়েছে।

সর্বশেষ - সারা বাংলা

আপনার জন্য নির্বাচিত