পর পর দুটি ব্যাটেলগ্রাউন্ড স্টেটে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি নর্থ ক্যারোলাইনা জয় ছিনিয়ে নেন।
এ দুই ব্যাটেলগ্রাউন্ডে বিজয়ী হওয়ায় ট্রাম্প চূড়ান্ত জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন। তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা এখন ২৪৬।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।
অন্যান্য সুইং স্টেট– পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা ও অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলোয় ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।
ডেমোক্র্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এখন পর্যন্ত ২১৪ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়ায় বড় জয় পেয়েছেন।