রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল আলম

পিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন সিদ্দিকী নাজমুল আলম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন পিটার হাস। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার কথা জানানো হয়েছে ওয়াশিংটনের তরফ থেকে।

ফেসবুক পোস্টে নাজমুল আলম লিখেন, ইতিমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। আমরা আপনার কর্মকান্ড নিয়ে গভীরভাবে চিন্তিত। মনে রাখবেন, এখন ১৯৭৫ নয়, এটা ২০২৩।

তিনি আরও লিখেন, এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে সজাগ রয়েছে।

স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন