রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাপুরোপুরি ফিট নন উইলিয়ামসন, নামছেন বিশ্বকাপ মিশনে

পুরোপুরি ফিট নন উইলিয়ামসন, নামছেন বিশ্বকাপ মিশনে

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের আসর শুরুর আর মাত্র সপ্তাহখানেক বাকি। ইতোমধ্যে প্রতিযোগী প্রায় দেশই ভারতে পা রেখেছে। গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড এবার উদ্বোধনী ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে একাধিক তারকা ক্রিকেটারের ইনজুরি ভাবাচ্ছে কিউইদের। হাঁটুতে অস্ত্রোপচার করা কেইন উইলিয়ামসন এখনও পুরোপুরি সেরে উঠেননি। তবে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে যতটা সম্ভব বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান তিনি।

 

আইপিএলের প্রথম ম্যাচেই চোটের কবলে পড়েছিলেন উইলিয়ামসন। এরপর তাকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হয়। চোট সারিয়ে উইলিয়ামসন এখন পর্যন্ত শুধু নেট-প্র্যাকটিস করেছেন। ৩৩ বছর বয়সী এই নিউজিল্যান্ড অধিনায়ক এখনও কোনো ম্যাচ খেলেননি। ইংল্যান্ডের সঙ্গে সর্বশেষ সিরিজে দলের সঙ্গে সফর করলেও মাঠে নামা হয়নি তার।

উইলিয়ামসন জানিয়েছেন, ‘আমি যদি ফিট হয়ে উঠি, তাহলে খুবই ভালো হবে। সাধারণত আপনি তখনই ফিরে আসতে চান, যখন আপনি পুরোপুরি ফিট এবং প্রস্তুত থাকেন। আশা করি বিশ্বকাপে আমি ফিট হয়ে যাব। যাইহোক, আমি এখনও আমার পুনর্বাসনে মনোনিবেশ করছি এবং খুব বেশি তাড়াহুড়ো করছি না। আমি এখনও ১০০ ভাগ ফিট নই, তবে ভালো অগ্রগতি হচ্ছে।’

ভারতের উদ্দেশ্যে দলের সঙ্গে রওনা হওয়ার আগে তারকা কিউই ব্যাটার বলেছেন, ‘আমি অনুশীলন ম্যাচে যোগ দেওয়ার পরিকল্পনা করছি। যতটা সম্ভব অনুশীলন ম্যাচ খেলতে চাই। এত দিন রানিং, ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন করলাম, এবার ম্যাচে ব্যাটিং করে উন্নতির সুযোগটা কাজে লাগাতে চাই। ক্রিজে আরও বেশি সময় কাটাতে চাই।’

অস্বস্তি বোধ করছেন কিনা জানতে চাইলে উইলিয়ামসনের জবাব, ‘না, খুব একটা সমস্যা নেই। যদি লোড বাড়ে, তবে কী হবে জানা নেই। গত কয়েক সপ্তাহ ধরে আমি বেশ ভালো অনুভব করেছি। অনুশীলন ম্যাচের মাধ্যমে যতটা সম্ভব নিজেকে তৈরি করার চেষ্টা করবো। নিজের এবং দলের যাতে কোনো ক্ষতি না হয়, সেটা মাথায় রেখে দু’টি প্রস্তুতি ম্যাচেই যতটা সম্ভব প্রস্তুত হতে চাই।’

আগামী শুক্রবার পাকিস্তান এবং ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা ইংলিশদের মুখোমুখি হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন