সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ছাত্রলীগের সম্মেলন শুরু: জয় বাংলা ধ্বনিতে মুখরিত রাবি ক্যাম্পাস

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ২:৫০ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সম্মেলনকে ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। পদপ্রত্যাশী নেতারা জয় বাংলা স্লোগানে মিছিল ও শোডাউন করে সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। মাঠে পদপ্রার্থীদের প্লেকার্ড ও লিফলেট হাতে জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থা ও পর্যাপ্ত পুলিশ কাজ করছেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য ৩৬০ জন পুলিশ কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

সার্বিক বিষয়ে সম্মেলন ও শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আশা করি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত