শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকসিঙ্গাপুরে চীনা বিমানের জরুরি অবতরণ

সিঙ্গাপুরে চীনা বিমানের জরুরি অবতরণ

চীনের চেংডু শহর থেকে ছেড়ে যাওয়া এয়ার চায়নার একটি ফ্লাইট রবিবার সিঙ্গাপুরে জরুরি অবতরণ করেছে। বিমানটির বাম ইঞ্জিনে আগুন লেগেছিল। তবে বিমানে থাকা সব লোক নিরাপদ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর গালফ নিউজ ও ডেইলি চায়নার।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ধোঁয়া ছড়িয়ে পড়লে ফ্লাইট সিএ৪০৩ স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় অবতরণ করে। সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এতে কতজন যাত্রী ছিল তা বলা হয়নি। বাম ইঞ্জিনের আগুন নেভানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে ওই বিমানের যাত্রীদের জরুরি স্লাইড থেকে রানওয়েতে বেরিয়ে যেতে দেখা যায়। চাঙ্গি বিমানবন্দর জানিয়েছে, এয়ার চায়না ও চাঙ্গি বিমানবন্দরের অপারেটর যাত্রী ও ক্রুদের সহায়তা প্রদান করছে। এছাড়া রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকবে এবং ফ্লাইট পরিচালনা প্রভাবিত হতে পারে বলেও তারা উল্লেখ করেছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন