বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল মহড়া

প্রতিবেদক
Abdullah Al Niat
আগস্ট ৩১, ২০২৩ ২:৫৩ অপরাহ্ন

উত্তর কোরিয়া আবারও দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে, মিত্র মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) মধ্যরাতে পর পর দুইটি ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে জবাব, জানিয়েছেন কিম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকা কোরিয়া সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করার পরেই তার জবাব দিলো উত্তর কোরিয়া। বুধবার রাতে পর পর দুইটি শর্ট রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। জাপান সাগরের কাছে মিসাইল দুইটি গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে উত্তর দিতেই তারা একাজ করেছে।

মিসাইল ছোঁড়ার আগে মঙ্গলবার (২৯ আগস্ট) কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ”দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকা কোরিয়া পেনিনসুলাকে কার্যত এক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।” এর জবাব দিতেই বুধবার রাতে মিসাইল ছোঁড়া হয়।

 

সিওলের সেনাপ্রধান জানিয়েছেন, তারা এখনো উত্তর কোরিয়ার ছোঁড়া মিসাইলটির প্রকৃতি পরীক্ষা করে দেখছেন। তবে প্রাথমিকভাবে সেটি ব্যালেস্টিক মিসাইল বলেই মনে করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘‘যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমাদের সেনাবাহিনী তৈরি আছে। অ্যামেরিকার সঙ্গে এবিষয়ে আমাদের অনুপুঙ্খ কথা হয়েছে।’

 

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে রেকর্ড সংখ্যক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং অ্যামেরিকাকে জবাব দিতেই একাজ তারা করছে বলে বারংবার দাবি করা হয়েছে। বস্তুত, মঙ্গলবার কোরিয়া পেনিনসুলায় অ্যামেরিকা তাদের বোমারু বিমান বি-ওয়ানবি উড়িয়েছিল। যৌথ মহড়ার জন্যই তা ওড়ানো হয়। তারপরেই মিসাইল ছুঁড়ে তার জবাব দেয় উত্তর কোরিয়া।

সর্বশেষ - ক্যাম্পাস