রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাএশিয়া কাপ শেষ লিটনের, দলে এনামুল

এশিয়া কাপ শেষ লিটনের, দলে এনামুল

জ্বরের কারণে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে পারবেন না বলে জানা গিয়েছিল। কিন্তু আজ জানা গেল এশিয়া কাপেই খেলতে পারছেন না লিটন।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটনের।

তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না বিজয়। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন এনামুল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এনামুল ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি।

বাংলাদেশ দল আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিবদের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন