নারী নির্যাতন প্রতিরোধ দিবস( ইয়াসমিন হত্যা দিবস) স্মরণে রংপুরে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।
পরে শহীদ মিনার চত্বরে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়,অধ্যাপক চিনু কবীর, সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ,
সাংস্কৃতিক কর্মী এস বি সুমন,সুব্রত সরকার মুকুল, স্বপন রায়,নারীনেত্রী সানজিদা আক্তার,শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌস,সুভাষ রায়,সবুজ রায় প্রমুখ।
নেতৃবৃন্দ,ঘরে-বাইরে সর্বত্র নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
সেইসাথে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে শামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।